
মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় ভেজাল ,পচা-বাঁশি ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ৪টি খাবার হোটেল ও মিষ্টির দোকান মালিক কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
বৃহস্পতিবার দুপুর ২টায় মুক্তাগাছা শহরে এ অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক দেবানন্দ সিনহা ।
মুক্তাগাছা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো: আব্দুল হাই জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ এবং ৪৩ ধারায় হলিপ্লেস রেস্তোরা ৭ হাজার টাকা, সোহাগ হোটেল ৩ হাজার টাকা, কালামিয়া সুইটমিট ২ হাজার টাকা এবং গোপাল মিষ্টান্ন ভান্ডার মালিক কর্তৃপক্ষকে ১ হাজার টাকা জরিমানা করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন