photo

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং বন মামলায় পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার রাতে এদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ৭ বছরের সাজাপ্রাপ্ত রুপচান জাইনাকান্দা জয়রামপুর এবং বন মামলার পরোয়ানাভূক্ত খোরশেদ ও কাইল্লা চানপুর গ্রামের বাসিন্দা । মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, রুপচানের বিরুদ্ধে আদালত ২০০৪ সালে একটি সাড়ে ৩ বছর এবং অপর মামলায় আড়াই বছর সাজার রায় ঘোষণা করেন । এরপর থেকে তিনি পলাতক ছিলেন । বৃহস্পতিবার রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: আখতার মোর্শেদ জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন