
মনোনেশ দাস : মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মুক্তাগাছায় মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ।
আজ শুক্রবার বেলা দেড়টা থেকে ২টা পর্যন্ত ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কের শহরের মুক্তাগাছা প্রেসক্লাবের সামনেেএ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মনবনন্ধনে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তাগাছা আ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির নেতা শামছুদ্দিন আহমেদ মাষ্টার, বড় মসজিদের ইমাম তাজুল ইসলাম,সংগঠনের নেতা স্বাধীন , মোবিন,আশিক,সায়েম, রাফি,সুফিয়ান,আকাশ, মাহিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মিয়ানমার সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, এই মুহূর্তে মুসলিম গণহত্যা বন্ধ করুন, তা না হলে সারা পৃথিবীর মুসলমানরা এর দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবে। মিয়ানমারে যেভাবে মুসলমানদের হত্যা করা হচ্ছে, তা আইয়্যামে জাহেলিয়াতের কথা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেন তাঁরা।
বক্তারা আরো বলেন, একজন মুসলিম বেঁচে থাকলেও এই হত্যার প্রতিবাদ করা হবে।
তাঁরা এ সময় সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার, নির্যাতিতদের সহযোগিতা প্রদান, জাতিসংঘের অধীনে আশ্রয় প্রদান, মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের পক্ষ থেকে মিয়ানমারে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন