
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবর্তী মায়ের পুষ্টি, পুষ্টিকর খাদ্যভ্যাস এবং পুষ্টি সচেতনতা বিষয়ে পল্লীগান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় জাতীয় পুষ্টিসেবা, জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আরকে স্কুল খেলার মাঠে এঅনুষ্ঠানটি হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ এবিএম মাজহারুল ইসলাম। টিএইচএফপিও ডাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তফা কামাল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়, উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ন প্রমুখ।
অনুষ্ঠানে মাদারীপুরের দেলোয়ার হোসেন বয়াতীর দল পুষ্টি বিষয়ক পল্লীগানে সকলকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেন্টিস্ট আইনুল হক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন