
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষ সৎভাই ,সৎমা ও বাবা মিলে এক ক্ষুদ্র হোটেল ব্যবসায়ীকে পিটেয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।
শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম(২২) নামের এ যুবককে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক । শাহ আলম উপজেলার রসুলপুর বাজারের ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী এবং ঐ গ্রামের হাসেম আলী পুত্র ।
হত্যা মামলায় অভিযুক্তরা কৌশলে তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে এন দাফনের চেষ্টাকালে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
থানা পুলিশ এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, শাহ আলম তার সৎভাইদের নিকট থেকে ১ হাজার টাকা ধার নেয় । বৃহস্পতিবার রসুলপুর বাজারে ঐ টাকা ফেরৎ চাইলে তার সাথে বকবিতন্ডা হয় । একপর্যায়ে সৎভাই , সৎমা ও বাবা মিলে তার মাথায় আঘাত করে । পরে হামলাকারীরাই তাকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।
এঘটনায় নিহতের মা ময়মননেছা বাদী হয়ে শুক্রবার রাতে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছেন ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী দের গ্রেফতারের চেষ্টা চলছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন