
মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় পাটজাত মোড়ক চটের বস্তা ব্যবহার না করে নিষিদ্ধ প্লাস্টিক বস্তা ব্যবহার করার অভিযোগে ৪ রাইসমিল মালিক কর্তৃপক্ষকে একলাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
মঙ্গলবার বিকালে উপজেলার চেচুয়া বাজার সংলগ্ন চারটি রাইস মিলে এ অভিযান পরিচালিত হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স নাইন স্টার রাইস প্রসেসিং মিল, জহিরুল ইসলাম অটো রাইস মিল, মেসার্স মুক্তাগাছা অটো রাইস মিল মালিক কর্তৃপক্ষের প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে জরিমানা এবং সেবা অটো রাইস মিলকে দশ হাজার টাকাসহ সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্রজানায়, কতিপয় পণ্যের সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত কারণে সুষ্ঠু পরিবেশ দূষণ রোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করণে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ প্রণয়ন করেছে। কিন্তু ব্যবসায়ীরা সরকারের নীতি মানছে না।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ময়মনসিংহ পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম ও পাট উন্নয়ন সহকারী মোহাম্মদ আশরাফুল কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মেসার্স মুক্তাগাছা অটো রাইস মিলে রক্ষিত প্লাস্টিক বস্তাগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন