
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় থানাধীন ছত্রাশিয়া এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা অত্র থানাধীন ছত্রাশিয়া বাজারে জনৈক হোসেন এর ছাপড়া ঘরের ভিতর হতে ০৮ জন জুয়াড়ীকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ১। মুছা মিয়া(৩৫), পিতা-সামছুল হক, সাং- কুমারগাথা ২। মোঃ আলী আকবর (৬০), পিতা- মৃত ইশামুল হক, সাং- গাড়াইকুটি, ৩। মোঃ আঃ হাই (৩৫), পিতা- মতিউর রহমান, ৪। দুলাল(৩৮), পিতা- মৃত কাসেম আলী, উভয় সাং- সাতাশীয়া, ৫। মোঃ শাহাজাহান আলী(৩২), পিতা- মৃত আঃ ছাত্তার, ৬। মোঃ সোহেল মিয়া (৩০), পিতা- হাবিবুর রহমান, ৭। মোঃ জাকির হোসেন(৩২), পিতা- মৃত আমজাদ হোসেন, সর্ব সাং- ছত্রাশিয়া, ৮। মোঃ ইসমাঈল হোসেন (৩০), পিতা- আঃ মালেক, সাং- ঘোষবাড়ী, সর্ব থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ। তাদের কাছ থেকে ১০,৩৪৩/- এবং জুয়া খেলার সরঞ্জাম (তাস) উদ্ধার করা হয়। ২৯ নভেম্বর রাত ০০.৩০ ঘটিকায় এঅভিযান পরিচালিত হয় । তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা হয় মর্মে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিঃ এএসপি জনাব মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন