photo

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

মুক্তাগাছায় এমপি মুক্তির ঢেউটিন বিতরণ


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় মানবিক সহায়তা কর্মসূচীর আওয়াতা দরিদ্রদের মাঝে ২৩৫টি পরিবারের মাঝে ঢেউটিন , ৩ হাজার করে নগদ টাকা, ত্রাণ সামগ্রী , ভিজিএফ , জিআর চাউল , জিআর ক্যাশ ইত্যাদি বিতরণ উদ্বোধন করেন, মুক্তাগাছার এমপি , তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংদসীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি । আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মুক্তাগাছা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তার পরিচালনায় এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন, ইউএনও জুলকার নায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, পিআইও সিরাজুল ইসলাম সিদ্দীকিসহ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন