মনোনেশ দাস : জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেছেন, ‘ মুক্তাগাছায় জাতীয় পার্টি ঘুরে দাড়িয়েছে । সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অর্থনীতির মুক্তির জন্য আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে মুক্তাগাছার মত সারাদেশেই জাতীয় পার্টি নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ।
এমপি মুক্তি বলেন, জাতীয় পার্টির শাসন আমল ছিল উন্নয়ন আর সমৃদ্ধির জোয়ার’। তাই দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে মতায় দেখতে চায়‘। মানুষ আজ সন্ত্রাস, দলীয়করণ, টেন্ডারবাজি, দলবাজি, দুর্নীতি লুটপাট ও পরিবারতন্ত্রের কবল থেকে মুক্তি চায়।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় মুক্তাগাছার সত্রাশিয়া প্রাইমারী স্কুল মাঠে ৪ নং কুমারগাতা ইউনিয়ন জাতীয় পাটির্র দ্বি বার্ষিক সন্মেলনে -২০১৭ প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। এর আগে বিকালে জাতীয় , দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সন্মেলন উদ্বোধন করেন ।
সন্মেলনে এমপি মুক্তি আরো বলেন, মুক্তাগাছায় ১০টি ইউনিয়নে অনুষ্ঠিত সন্মেলনস্থল সমর্থকদের কানায় কানায় পরিপূর্ণ উপস্থিতি দেখেই বোঝা যায় মুক্তাগাছায় জাতীয় পার্টি এখন সকল রাজনৈতিক দলের শীর্ষে আছে । তিনি বলেন, আমরা আর অন্যদের
ক্ষমতায় যাওয়া সিঁড়ি হবো না। আমরা নিজেরাই ক্ষমতায় যাব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।মুক্তাগাছার মত সারাদেশে গ্রামে-গঞ্জে সব মানুষের কাছে যেতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।
ক্ষমতায় যাওয়ার জন্য সাংগঠনিকভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য পার্টির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে এবং এজন্য সকলকে প্রস্তুত হতে হবে।
মুক্তি এমপি পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের বক্তব্য উল্লেখ করে বলেছেন, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা বলেছেন, আমার জীবনের শেষ ইচ্ছা জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখা ও সরকার গঠন করার মাধ্যমে জনগণের সেবা করা। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে প্রশাসনিক সংস্কারেরও ঘোষণা দিয়েছেন । তার ইচ্ছা আমরা মতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করব। উপজেলা ব্যবস্থাকে আমরা আরো কার্যকর করব। প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে ।
কুমারগাতা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো: হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি মুক্তি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলীয় শক্তি প্রয়োজন। প্রতিটি ওয়ার্ডে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। দলকে শক্তিশালী করতে পারলে আমরা ক্ষমতার দুয়ারে পৌঁছাবো ।
মানুষ এবং গণমাধ্যম জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে মনে করে না ।
সন্মেলনে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা আ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, আনিছুর রহমান অতুন, উপজেলা জাতীয় পার্টির নেতা আতাউর রহমান লেলিন, শামছুদ্দিন আহমেদ মাষ্টার, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ মাষ্টার, জসিম উদ্দিন মাষ্টার, জয়নাল আবেদীন, সুরুজ্জামান , তোরণ প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন