photo

রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

মুক্তাগাছায় কবর থেকে ধোঁয়া


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজার নিকটবর্তী এলাকায় একটি কবর থেকে বের হতে দেখা গেছে ধোঁয়া । রঘুনাথপুর খিলবাড়ি এলাকায় এই অলৌকিক ঘটনাটি ঘটে শনিবার রাতে । প্রত্যক্ষদর্শী স্থানীয় আব্দুর রশিদ জানান, রঘুনাথপুর খিলবাড়ি একটি পুরাতন কবরে এদৃশ্যটি দেখে অনেকেই ভিড় করেছেন । ঐ ইউনিয়নের চেয়ারম্যান হুসের আলী হুসি বলেন, ঘটনা শুনে আমিও রাতে যাই ওখানে । গিয়ে দেখি কবরে পোঁতা একটি বাঁশ থেকে এই এই ধোঁয়া বের হচ্ছে । তার ধারণা ঐ বাঁশে আটকে থাকা গ্যাস থেকেই বের হয় সৃষ্ট এই ধোঁয়া ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন