মনোনেশ দাস : ময়মনসিংহে বিস্তীর্ণ এলাকায় ধানের জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা আগে- ভাগেই ধান ঘরে তুলতে শুরু করেছেন ।
এদিকে জলাবদ্ধ ধান ফসলের মাঠে কৃষককূল এবং কৃষি শ্রমিকরা নতুন এক সংকটে পড়েছেন । ধান কাটতে গিয়ে কামড় খাচ্ছেন জোঁক নামের প্রাণির । জোঁক ভীতি আর আতঙ্কে অনেক শ্রমিক বাড়িয়ে দিয়েছেন তাদের মজুরিও ।
ভূক্তভোগীরা বলছেন, এ জোঁক কামড়ে ধরলে আর ছাড়ে না । জোঁক এর কামড়ের ক্ষত নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন । অধিকাংশর্ইা স্থানীয়ভাবে ঝাঁড়- ফুকের আশ্রয় নিয়েছেন ।
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার চিকিৎসক বদিলউল আলম লিটন জানান, এখানকার কৃষক ও কৃষি শ্রমিকরা জলাবদ্ধ জমির ধান কাঁটতে গিয়ে জোঁকের কারণে তীব্র সমস্যায় ভূগছি। এ জোঁক একবার ধরলে আর ছাড়তে চায় না ।ছাড়ালেও রক্তক্ষরণ বন্ধ না । আক্রান্তস্থানে সৃষ্টি হয় ক্ষতের । ঐ এলাকার কৃষকরা জানান, জোঁকের ভয়ে শ্রমিকরা ধান ক্ষেতে যেতে চান না । যারা যেতে চান তারাও পারিশ্রমিক বেশি অংকের দাবি করেন ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও জেলায় কৃষি কর্মকর্তারা কৃষক ও কৃষি শ্রমিকদের পরামর্শ দিয়ে জানান, ক্ষেতে যাওয়ার আগে জোঁকের কবল থেকে রক্ষা পেতে সাথে লবন রাখুন ।হাঁটু অবধি জুতো (গামবুট ধরনের) ব্যবহার করুন।
জানা যায়, ১৮৩০ সালে ফ্রান্সে শুধু চিকিৎসার জন্য ৪ কোটি জোঁক আমদানি করা হয়েছিলো । আর সেই জোঁক এখন ময়মনসিংহের কৃষকের ভীতির প্রাণি হিসাবে মাথাচাড়া দিয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন