photo

সোমবার, ১ মে, ২০১৭

মাছরাঙা পাখির ক্ষিপ্রতা ময়মনসিংহে দৃষ্টি কাড়ে


মনোনেশ দাস : ময়মনসিংহে সর্বত্র দেখা মেলে শিকারি পাখি মাছরাঙা । এদের দেখা যায় , বিল কিংবা পুকুরের মাঝে প্রক্ষিপ্ত উজ্জ্বল আলোতে নিঃশব্দে বাঁশের কঞ্চি কিংবা ডালে ক্ষুরধার নখের সাহায্যে বসে থাকতে । অসাধারণ ক্ষিপ্রতায় মাছ ব্যাঙ, পোকা – মাকড় শিকার ধরার দৃশ্য সকল শ্রেণি পেশার মানুষের দৃষ্টি কাড়ে ।শিকারের পর সেই খাবার গাছের ডালে বসে খাওয়ার অসাধারণ দৃশ্যপটও গ্রাম বাংলার চির চেনা এক রূপের অংশ । জানা যায়, খাটো পুচ্ছ, বড় মাথা, সুচালো ঠোটের আটোসাটো গড়নের পাখি মাছরাঙা । শিকার ধরার জন্য পানির দিকে মাথা নিচু করে ছোঁ দিয়ে ডুব দেয় পানির ভেতর ।শিকার ধরে ঠোটের সাহায্যে আছড়ে আছড়ে হত্যার পর উপর দিকে ছুঁড়ে মারে । শিকারের মৃত্যু নিশ্চিত করে গিলে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে । ছোট ছোট পায়ে কুটকুট করে হাঁটে মাছরাঙা । কিচিরমিচির করে ডাকে ।এদের ছানারা কুঁই কুঁই শব্দে ডাকা-ডাকি করে । মা মাছরাঙা তাদের ছানাগুলোকে আদর করে খাওয়ানোর দৃশ্য যারা দেখেছেন, তারাই বলতে পারবেন মায়ের আদর-স্নেহ, ভালবাসা- সোহাগ, মায়া- মমতা কি করে উৎসারিত হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন