মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় বৃহস্পতিবার মুক্তাগাছা জমিদার বাড়ী,উপজেলা ভূমি অফিস ও ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্প (এপিবিএন ) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড.কামাল উদ্দিন আহমেদ । এসময় তার স্ত্রী, এডিশনাল ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, এপিবিএন পুলিশ সুপার, ইউএনও জুলকার নায়ন প্রমুখ ছিলেন ।
এর আগে ময়মনসিংহে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-১৭ এর আলোকে মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা ও দায়িত্ব শীর্ষক বিভাগীয় সম্মেলন হয়েছে । বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের সভাকক্ষে সম্মেলনে প্রধান অতিথি
ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) মো. আব্দুল হান্নান, উইনরক ইন্টারন্যাশনাল এর কমান্ডার ইনচিফ, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো: খলিলুর রমহান ।
সন্মেলনে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপার, বিভিন্ন জেলা হতে আগত অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, বিজিবির কোম্পানি কমান্ডার,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন