photo

রবিবার, ১০ মার্চ, ২০১৯

ময়মনসিংহে হলুদ রঙের পৌষ্পিক ঐশ্বর্য


মনোনেশ দাস : বাংলাদেশে দুর্লভ হলুদ রঙা ফুল। বছরে একবার নির্দিষ্ট সময়ে ফোটা এর পৌষ্পিক ঐশ্বর্য উপভোগ করতে হলে আসতে হবে ময়মনসিংহে । শহরের কাঁচিঝুলিস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে । হলুদ রঙা এই ফুল দেখতে সকলেরই ভাল লাগে । ফুটে থাকা এই ফুলের দিকে তাকিয়ে যেন আলাদাই এনার্জি পাওয়া যায়। কম খাটনিতেও কিন্তু একরাশ ফুলেল হাওয়া পাওয়া যায় । এই গাছের মজা হল ফুল ফোটে প্রত্যেক বসন্তে একবার। ৫-৬ দিন থেকে গাছের ফুলগুলো গুটিয়ে যায়। গাছের কথা ফুলের কথা সিরিজের লেখক এম রবিউল ইসলাম বলেন, এই গাছের কাছে গিয়েছি এবং এর পরিবর্তন গুলো লক্ষ্য করেছি। গাছটির উপরে তীক্ষ্ণ নজর রেখেছি। প্রতি ঋতুতেই কাছে গিয়ে নতুন কোন পরিবর্তন হচ্ছে কিনা তা নোট করেছি। আন্দাজ করে কাছাকাছি বিভিন্ন নাম লিখে গুগলে সার্চ করে বেশ কয়েকদিন ধরে চেষ্টা করে অবশেষে মোটামুটি নিশ্চিত হয়েছি যে এর বৈজ্ঞানিক নাম ট্যাবেবুঁইয়া । ফুল ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ফোটে। ফুলের কুড়ি আসার ঠিক আগেরদিন সব পুরনো পাতা ঝরে যায়। একদিনের মধ্যেই কুড়ি গুলো পূর্নাঙ্গ ভাবে ফুটন্ত ফুলে পরিনত হয়। গাছের দিকে তাকালে চোখে পড়বে শুধুই ফুল আর ফুল। বছরের অন্যান্য সময়ে গাছে সবুজ পাতায় আচ্ছন্ন থাকে। আলাদা ভাবে একেকটি ফুল দেখতে ফানেলের মত। ফুলের গোড়া একসাথে একই ঝোপায় গুচ্ছাকারে সাজানো থাকে। দুর থেকে অনেকের কাছে কাগজের তৈরি খেলনা ফুলের মত মনে হতে পারে। ফুলে কোন গন্ধ নেই। এখন পর্যন্ত বাংলাদেশের আর কোথাও এই গাছটির অস্তিত্ব আছে কিনা সেই ব্যাপারে কেউ নিশ্চিত হতে পারেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন